মেদিনীপুরের রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজেই সন্তান প্রসব ভবঘুরে মহিলার

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুরের রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজেই এক ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক ভবঘুরে মহিলা।রবিবার দুপুর একটা পঞ্চাশ নাগাদ এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রসূতি ও সন্তান উভয়কেই মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের এ এন (AN) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। প্রসূতি ও সন্তান উভয়েই সুস্থ আছে। জানা গেছে, মেদিনীপুর থেকে শালবনি যাওয়ার জন্য এক ভবঘুরে মহিলা ট্রেন ধরার জন্য এক নম্বর প্লাটফর্মের ফুট ওভারব্রিজে ওঠার মুহূর্তে পুত্র সন্তানের জন্ম দেন।বানজারা সম্প্রদায়ের ওই ভবঘুরে মহিলার নাম বুবু বেজ। চন্দ্রকোনা রোড এলাকায় জল ট্যাংকের নিকট বসবাস করেন। মেদিনীপুর কোনো কাজে এসেছিলেন। ভবঘুরে ওই মহিলার সঙ্গে এক নাবালক ও নাবালিকা ছিলেন। গোমো প্যাসেঞ্জার ট্রেন ধরার জন্য মেদিনীপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের সিঁড়ি দিয়ে ওপরে উঠার চেষ্টা করেন তখনই প্রসব বেদনা শুরু হয় ও পুত্র সন্তানের জন্ম দেন।

    সমাজকর্মী শেখ সাজিস এই ঘটনা প্রত্যক্ষ করে শেখ মোস্তাফিজুর কৌশিক কাঁচ , পারমিতা মন্ডলদের খবর দেয়।একে একে সকলে পৌঁছে সহযোগিতার হাত বাড়ান। শেখ মুস্তাফিজুর জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে দেখি সবাই ফটো তোলায় ব্যস্ত। কেউ সহযোগিতার হাত বাড়ায় নি। আরপিএফ এর সহযোগিতায় এম্বুলেন্স ডাকা হয়। তারপর শেখ মুস্তাফিজুর, কৌশিক কাঁচ-রাই।ওই প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সমাজকর্মী ও আর পি এফের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সকলেই।