|
---|
নবাব মল্লিক, সুন্দরবন: স্ত্রীর সামনে থেকে বাঘে তুলে নিয়ে গেল মৎসজীবীকে। শুক্রবার ভোরে সজনেখালির জঙ্গলে ওই ঘটনা ঘটে। নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু হয়েছে জঙ্গলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার দাসপুরের বাসিন্দা বাসুদেব ভুঁইয়া এবং তাঁর স্ত্রী সরস্বতী ভুঁইয়া। দু’জন সঙ্গী নিয়ে দু’দিন আগে তাঁরা কাঁকড়া ধরতে গিয়েছিলেন সজনেখালির জঙ্গলে। আজ সকাল ছ’টা নাগাদ নৌকা থেকে নেমে স্বামী-স্ত্রী দুজনেই জঙ্গলের দিকে যাচ্ছিলেন। সরস্বতী জানান, হঠাৎই একটি বাঘ এসে ঝাঁপিয়ে পড়ে বাসুদেবের (৪২) উপর। জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় তাঁকে। সরস্বতী চিৎকার শুরু করলে নৌকায় থাকা লোকজন নৌকা থেকেই পটকা ফাটাতে শুরু করেন। কিন্তু ততক্ষণে বাঘ বাসুদেবকে গভীর জঙ্গলের দিকে টেনে নিয়ে গেছে।
ওই দম্পতির চারটি ছেলে রয়েছে বলে জানা গেছে। বেলা তিনটে নাগাদ নৌকা নিয়ে দাসপুরে ফিরে আসেন বাসুদেবের স্ত্রী সরস্বতী এবং কাঁকড়া ধরতে যাওয়া তাঁর অন্য সঙ্গীরা। তাঁরা বাড়ি ফিরতেই শোকের ছায়া নামে গোটা এলাকায়। খবর পেয়ে সজনেখালির জঙ্গলে তল্লাশি শুরু করছে বনদফতর।
এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল সুন্দরবনে এখন বাঘের সংখ্যা আগের থেকে অনেক কমে গিয়েছে। ২০১৫ সালের হিসেব বলছে সুন্দরবনে পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল বেঁচে রয়েছে ১০৬টি। শিকারের অভাবে বাংলাদেশ থেকেও বাঘেদের অনুপ্রবেশ বন্ধ হয়েছে। ম্যানগ্রোভ বনের সাতক্ষীরা রেঞ্জ থেকে শুরু করে খুলনা, শারাঙ্খোলা ও চাঁদপাই রেঞ্জ এখন বলতে গেলে প্রায় বাঘ শূন্য। বাঘেদের পছন্দের ৪০২টি এলাকায় আটশোরও বেশি ক্যামেরা লাগিয়ে প্রতি ৫-১০ সেকেন্ড অন্তর ফটাফট ছবি তুলেও ৮০টির বেশি বাঘ দেখা যায়নি সুন্দরবনে।