|
---|
উজির আলী,চাঁচল : ১১ অক্টোবর মালদা জেলায় সপ্তাহের মধ্যে দুবার নৌকাডুবির পর নড়েচড়ে বসল প্রশাসন। শুক্রবার মালদা থানা সংলগ্ন একটি ঘাটে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার মাঝিদের লাইফ জ্যাকেট বিলি করা হয বলে খবর়। মালদা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার কুড়িটি ঘাটে এই লাইফ জ্যাকেট বিলি করা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অরুণ কুমার রায়।
এদিন পুরাতন মালদহ, ইংলিশবাজার,গাজোল ব্লক,
রতুয়া ২নং ব্লক, হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লক, চাঁচল ১ নং ও ২ নং ব্লকে জেলাপরিষদের অধীনে থাকা ঘাটগুলোকে লাইফ জ্যাকেট প্রদান করা হয় বলে জানান কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন।
লাইফ জ্যাকেট পেয়ে খুশি হয়েছেন মাঝিরাও। মাঝিরা জানান এর আগে আমাদের লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় যাত্রী বহন করতে হত। আতঙ্ক হয়ে নৌকা যাত্রা করতে হত। লাইফ জ্যাকেট পেয়ে স্বস্তির নিঃশাস ফেললেন মাঝি ও নৌকাযাত্রীরা।
মালদা জেলা পরিষদের পক্ষ থেকে লাইফ জ্যাকেট বিতরণ করায়, এখন থেকে যাত্রীরাও নিরাপদে যাতায়াত করতে পারবেন।