|
---|
জাকির হোসেন সেখ, ৬ জুলাই, নতুন গতি: ‘জয় শ্রী রাম’ বলতে না চাওয়ায় এবার রাঁচিতে তিন মুসলিম যুবককে বেধড়ক মারধরের শিকার হতে হল। ঘটনাটি ঘটে ৫ জুলাই গত শুক্রবার রাঁচির মহাত্মা গান্ধী মার্গ অঞ্চলে। রাঁচি বিমানবন্দর অঞ্চলে ছবি তুলতে গিয়েছিলেন ওই তিন মুসলিম যুবক। সেখানেই ২৫/৩০ জন একটি ভীড় তাঁদের ওপর চড়াও হয়। প্রথমে নাম জিজ্ঞাসা করে। তারপর ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করে ওই তিন মুসলিম যুবককে মারধর শুরু করে। ঝামেলা হচ্ছে দেখে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাঁদের উদ্ধার করেন। ঘটনায় তিন যুবকই আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। ঘটনার জেরে মহাত্মা গান্ধী মার্গ অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওই অঞ্চলে পথ অবরোধ করেন। রাঁচির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ অনীশ গুপ্ত জানান, ‘খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’