|
---|
সেখ সামসুদ্দিন,মেমারি : ৬ জুলাই, দিনের আলোয় কলেজ ছাত্রীকে ছুরি মেরে পালালো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর বেলতলা বাজারে। জানা যায় কলেজছাত্রী তার অনলাইনে পরীক্ষা শেষ করে মাকে আনতে দেবীপুর গিয়েছিল স্কুটি করে। সেই সময় স্কুটির ওপর বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকা এসে তার পেটে ছুরি মেরে পালিয়ে যায়। সেই মুহূর্তে আশেপাশে কোন লোকজন না থাকায় সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। সেই মুহূর্তে ওই কলেজছাত্রী তার সহপাঠীকে ফোন করে ঘটনার কথা জানায় এবং তৎক্ষণাৎ তার সহপাঠী ও সহপাঠীর ভাই ঘটনাস্থলে আসে। এলাকার মানুষের সহযোগিতায় গুরুতর জখম ওই কলেজ ছাত্রীকে মেমারি হাসপাতালে নিয়ে যায়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মেমারি হসপিটাল থেকে ওই আহত কলেজ ছাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মেমারি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দোষীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে আহত কলেজ ছাত্রীর পরিবার। দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।।