পূর্ব বর্ধমানে ভোটার সাড়ে ৩৫ লক্ষ, হার ৬৯ শতাংশ

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : পূর্ব বর্ধমানে ভোটার সাড়ে ৩৫ লক্ষ, হার ৬৯ শতাংশ । ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় ভোটারের সংখ্যা ৩৫৬৬৬০৪ । ৮ জুলাই বেলা পাঁচটা পর্যন্ত নির্বাচনের নিরিখে জেলা নির্বাচন দপ্তর থেকে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখানো হয়েছে ভোট পড়েছে ৬৯ শতাংশ। আউসগ্রাম, কাটোয়া, কালনা, রায়না, মন্তেশ্বর, জামালপুরে নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। পূর্ব বর্ধমান জেলা শাসক তথা জেলা রিটার্নিং অফিসার প্রিয়াঙ্কা সিংলার নেতৃত্বে জেলা প্রশাসনের কার্যালয়ে ২৪ ঘন্টার জন্য নির্বাচনী কন্ট্রোল রুম খোলা হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ায় সকাল থেকেই ভোট গ্রহণ প্রক্রিয়া স্লথ গতিতে চলতে থাকে। বেলা পাঁচটা য় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট শেষ হলেও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শেষ হতে অনেক জায়গায় রাত গড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলা পাঁচটা পর্যন্ত হিসাব অনুযায়ী শতাংশ হারে ব্লক গুলির পরিসংখ্যান দেওয়া হল ; আউসগ্রাম এক নম্বরে ৭৩.৯১% দু’নম্বরে ৬৪.৫৩ শতাংশ ভাতারে ৬৬ দশমী, ১৮ শতাংশ। বর্ধমান ১ নম্বর ব্লকে ৭১.৬৩ শতাংশ বর্ধমান ২ নম্বর ব্লকে ৬২. ২৩ শতাংশ, গোলসি ১ নম্বর ব্লকে ৭১.৯১ শতাংশ গোলসি ২ নম্বর ব্লকে ৬৫.২৯ শতাংশ। জামালপুর ব্লকে ৬৫.৭১ শতাংশ। কালনা এক নম্বর ব্লকে ৫১ দশমিক ৯৮ শতাংশ কালনা দু নম্বর ব্লকে ৫১.২৯ শতাংশ। কাটোয়া ১ নম্বর ব্লকের ৬৯.৩৪ শতাংশ দু’নম্বর ব্লকে ৬৬ দশমিক ১৫ শতাংশ কেতুগ্রাম এক নম্বর ব্লকে ৭৩. ৯৮ শতাংশ দু’নম্বর ব্লকে ৬৫.৯৮ শতাংশ। মেমারি এক নম্বর ব্লকে ৬৭.১২ শতাংশ মেমারি ২ ব্লক ৭৩.৫৭ শতাংশ। মঙ্গল কোটে ৭৬.৬৮ পূর্বস্থলী ১ এ ৬৫.৪২ পূর্বস্থলী ২ এ ৬০.২২ রায়না ১ নম্বর ব্লকে ৬৮ দশমিক ৬১ শতাংশ রায়না ২ নম্বর ব্লকের ৭০.০৪ শতাংশ।