বর্ধমানে শিব মন্দিরের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌর সভার ২৬ নং ওয়ার্ডের গোদার কাজীর হাটের ওলাই চণ্ডীতলায় শিবরাত্রির মহা লগ্নে শিবমন্দিরের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী । উল্লেখ্য, গত বছর ৮ ফেব্রুয়ারি এই মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। মূলত, তৃণমূল নেতা খোকন দাশের উদ্যোগে তৈরি হওয়া এই মন্দিরের নির্মাণে তৃণমূল নেতা কাঞ্চন কাজী সর্বোত ভাবে সাহায্য – সহযোগিতা করেন। স্থানীয় মানুষ জনের মতে, এই ধরনের দৃষ্টান্ত আজকের দিনে বিরল। মন্দিরের উদ্বোধন করতে গিয়ে জেলা তৃণমূল নেতা খোকন দাশ বলেন, এলাকার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের সাহায্য – সহযোগিতার ফলে এই মন্দির গড়ে উঠেছে। তিনি বলেন, এই মন্দির হল আমাদের সম্প্রীতির নিদর্শন। জেলা তৃণমূল নেতা কাঞ্চন কাজী বলেন, আজ শিবরাত্রির পূণ্য লগ্নে শিব মন্দিরের দ্বার উন্মুক্ত হল। এই মন্দির হল সম্প্রীতির মন্দির। তিনি বলেন, যখন মানুষের সম্প্রীতি ভাঙ্গার নানান চক্রান্ত চলছে, তখন এই শিব মন্দিরে মানুষের যোগদান আমাদের সম্পর্ক কে আরও মজবুত করবে। বলাবাহুল্য, মন্দির উদ্বোধন কে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।