ঐতিহ্যবাহী মা মহামায়া পূজা ও মেলা শুভ সূচনা হয়ে গেল কালিয়াচকের সীমান্তবর্তী অঞ্চলে

ঐতিহ্যবাহী মা মহামায়া পূজা ও মেলা শুভ সূচনা হয়ে গেল কালিয়াচকের সীমান্তবর্তী অঞ্চলে

    নাজমুস সাহাদাত , কালিয়াচক :  শুক্রবার মালদা জেলার কালিয়াচক থানার সীমান্তবর্তী অঞ্চল চরিঅনন্তপুরের ঐতিহ্যবাহী মা মহামায়া বা বাসন্তী পুজোর শুভ সূচনা হয়ে গেল। ওই এলাকার মানুষের কাছে মহামায়া খুব জাগ্রত বলে পরিচিত বহু বছর ধরেই ।  রাজ্য এবং রাজ্যের বাইরেরও বহু মানুষের ঢল নেমে পড়ে এই বাসন্তী পূজোয়। এদিনের এই পুজো এবং মেলার শুভ সূচনা করেন গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার শ্যামসুন্দর সাহা মহাশয় এবং বিএসএফ কমান্ডার সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিগত দুবছর ধরে সারা বিশ্ব ব্যাপি করোনা মহামারী পরিস্থিতিতে দীর্ঘ ২ বছর ধরে বন্ধ ছিল এই মেলা।  তবে এখন প্রায় করোনা মুক্ত হয়ে উঠেছে পৃথিবী, ফুটে উঠেছে আবার নতুন করে মানুষ এর মুখে হাসি । এই বছর বহু মানুষের এই মেলায় আগমন ঘটছে দূর-দূরান্ত থেকে । বিশাল এলাকাজুড়ে বসেছে মা মহামায়া ও বাসন্তী পূজোর মেলা।  উল্লেখ্য , পাঁচদিন ধরে এই পূজোর বিশাল মেলা চলবে। মালদা জেলার সব থেকে বড়ো মেলা হিসেবে পরিচিত মা মহামায়ার মেলা । আগামী সোমবার পর্যন্ত চলবে এই মেলা । অন্যদিকে , মালদা জেলা পুলিশ প্রশাসন মেলার সম্পূর্ণভাবে সহযোগিতা করে চলেছেন ।

    পুজো ও মেলা কমিটির সম্পাদক দুলাল চন্দ্র পান্ডে মহাশয় জানান, আমাদের কালিয়াচক তিন নম্বর ব্লকের মধ্যে সবচাইতে বড়ো এই মেলা বা পুজো । এই মেলায় জাতি বর্ণ নির্বিশেষে সকলেই মেলায় অংশগ্রহণ করেন। এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মেলা এবং পুজো সম্পন্ন করার চেষ্টা করে। আমরা সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এত বড় একটা অনুষ্ঠান আমরা সুষ্ঠুভাবে প্রতিবছর পরিচালনা করে থাকি । এবং আমরা এই পুজো ও মেলা থেকে আমরা সমগ্র ভারতবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতির বার্তা জানাচ্ছি ।