কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে জাতীয় পর্যায়ের সেমিনার কালিয়াচক কলেজে

নতুন গতি, কালিয়াচাক: মালদা জেলার কালিয়াচক কলেজে আরবি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আরবি ভাষা বিষয়ের উপরে জাতীয় পর্যায়ের সেমিনার। এই সেমিনারে পৌরহিত্ত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজিবর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক আবুল কালাম চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রফেসর ড: নাজমুল হক এবং ড: মেহেদী হাসান । অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের আরবি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মুজতবা জামাল এবং মুন্সিফ আলি রিজভী। এই অনুষ্ঠানে ডক্টর মুস্তাফা জামালের লেখা দুটি বই উন্মোচিত হয় উন্মোচন পরিচালনা করেন আরবি বিভাগের শিক্ষক আনোয়ারুল ইসলাম। প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা কলেজের কনফারেন্স রুমে সমবেত হয়ে এই জাতীয় পর্যায়ের সেমিনারে অংশগ্রহণ করেন।

    সভাপতির ভাষণে ডক্টর নাজিবুর রহমান উল্লেখ করেন আরবি ভাষা একটি অন্যতম আন্তর্জাতিক ভাষা যেই ভাষায় কোটি কোটি লোক কথা বলে তার থেকেও বেশি লোক লেখাপড়া করে সারা বিশ্ব জুড়ে। একবিংশ শতাব্দীর আজকের জামানায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পদচারণা। এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আন্তর্জাতিক সমাজের আঙ্গিনায় আরবি ভাষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের আগামী দিনে প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহারে ন্যাচারাল ইন্টেলিজেন্স কন্ট্রোলার হিসেবে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। উপস্থিত অতিথিবর্গ আরবি ভাষা শিখে সারা বিশ্বে কর্মক্ষেত্রে কি করে নিজের জায়গা করে নেওয়া সম্ভব সে বিষয়ে আলোকপাত করেন। ছাত্র-ছাত্রীগনের প্রশ্ন উত্তর এবং মতামত প্রকাশের ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।