|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: চাকরির বাজার মন্দা চলছে। তাই উচ্চ শিক্ষিত হবার পরেও কাউকে চা কফি বিক্রি করতে হচ্ছে, কাউকে আবার চপ সিঙ্গারা।
এবার সেই দলে নাম লেখালেন বৃষ্টি পাল, ভালো নাম সুপ্রিয়া পাল। ভূগোলে তিনি এমএ বিএড করেছেন। তারপরেও কোন চাকরি পাননি, তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরতে মহিলাদের এবং শিশুদের জামা কাপড় লোকাল ট্রেনে বিক্রি করছেন। আগে তিনি ঘুরে ঘুরে জামা কাপড় বিক্রি করতেন।
এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন তার শ্বশুর মারা যাওয়ার পরে স্বামীর কাজ চলে যায়। বাধ্য হয়ে সংসারের হাল ধরার জন্য জামা কাপড় বিক্রির ব্যবসা শুরু করেন। তার একটি সাত বছরের মেয়ে রয়েছে, এছাড়া স্বামী এবং শাশুড়ি বর্তমান। একেক সময় পরিস্থিতি এমন ছিল অন্যের কাছ থেকে চাল ধার করে রান্না করে খেতে হয়েছে। মেয়ের মুখে ভালো ভালো খাবার তুলে দিতে পারেননি। সংসারের হাল ধরার জন্য তিনি এই কাজ বেছে নিয়েছেন, এই প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন ভালোই উপার্জন হচ্ছে তার। কোন কাজই ছোট নয়, সৎ পথে যে কোনো কাজ মর্যাদার।