|
---|
নিউজ ডেস্ক : এক বর্ণাঢ্য বাইক রেলির মাধ্যমে জাতীয় কংগ্রেসের নতুন কার্যালয় উদ্বোধন করলেন কংগ্রেস নেতৃত্বরা | এদিন দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন ময়দান থেকে শতাধিক বাইক আরোহী সহ এক বর্ণাঢ্য বাইক রেলির মাধ্যমে রঘুনাথপুরে নবনির্মিত জাতীয় কংগ্রেস দলীয় কার্যালয় উদ্বোধন করা হয় | এর পর ইস্পাত নগরী কাশীরাম দাস অবস্থিত দলীয় কার্যালয়ে এক কর্মী সভার আয়োজন করা হয় | জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে গতকালকেই শুরু করা হয় সদস্য সংগ্রহ অভিযান | এদিনের এই অনুষ্ঠানে প্রতীকী কয়েকজনকে নতুন সদস্যের সদস্য ফরম তুলে দেওয়া হয় উৎসাহিত করার জন্য জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে |
জাতীয় কংগ্রেসের এই অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী প্রদেশ কংগ্রেসের কোষাধ্যক্ষ সন্তোষ পাঠক প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য তরুণ রায় সহ অন্যান্য আরো বিশিষ্ট নেতা কর্মীরা |
প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা অমিতাভ চক্রবর্তী এদিন বক্তৃতায় বলেন, ” সমগ্র ভারতবর্ষকে আজ হিংসা ও বিভাজনের রাজনীতির গ্রাস করেছে ভারতবর্ষে আগামী দিনে এক থাকবে কি না সেটাই এখন মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে | আমাদের রাজ্যে রামপুরহাটে যেভাবে নির্বিচারে নারী ও নিরীহ শিশুদের পুড়িয়ে মারা হলো তা ছোট আঙারিয়ার কথা মনে পড়িয়ে দেয় | আমরা বিশ্বাস করি আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবেই |” এদিনের জাতীয় কংগ্রেসের এই দুটি অনুষ্ঠান পরিচালনা করেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার ও জেলা কংগ্রেসের অন্যতম নেতা পূর্ণেন্দু পান্ডা |