বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রাজনগর থানায় বৃক্ষরোপণ ও সাফাই অভিযান

খান আরশাদ, বীরভূম: বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রাজনগর থানায় সাফাই অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হলো শনিবার। ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রির তত্ত্বাবধানে বীরভুমের রাজনগর থানা চত্বর ও তার আশেপাশে এলাকার সাফাই অভিযানে অংশ নেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি সহ রাজনগর থানার অন্যান্য পুলিশ আধিকারিক, পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন রাজনগর থানা চত্বরে বেশকিছু বৃক্ষরোপণও করা হয়।

    পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন তথা দূষণমুক্ত রাখতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। কেন্দ্র সরকার স্বচ্ছ ভারত মিশন নামে এবং রাজ্য সরকার মিশন নির্মল বাংলা নামে প্রকল্পের অধীনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

    এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সাফাই অভিযান। পরিবেশ অপরিচ্ছন্ন তথা দূষিত হয়ে পড়লে তার প্রভাব এসে পড়ে জনমানসে। সেই কথা মাথায় রেখে রাজনগর থানা চত্বর তথা আশেপাশের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সাফাই অভিযান করা হল।

    অপরদিকে পরিবেশের ভারসাম্যের কথা বজায় রেখেই থানা চত্বরে রোপন করা হলো বেশ কিছু চারা গাছ। আজ ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রির তত্ত্বাবধানে রাজনগর থানার ওসি নিজের হাতে ঝাঁটা নিয়ে এলাকা পরিষ্কারের কাজে নেমে পড়েন। ডিএসপি হেডকোয়ার্টার ও ওসি নিজের হাতে বেশ কিছু বৃক্ষ রোপণ করেন। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।