ব্ল্যাক মানি ফিরিয়ে দাও জামুড়িয়ায় মহা মিছিল

নিজস্ব সংবাদদাতা : একুশের মহা সমাবেশ থেকে ২১ এর মন্ত্রনা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের কাটমানির পাল্টা বিজেপির ব্ল্যাক মানি ফিরিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে নির্দেশ দিয়েছিলেন। নেত্রীর নির্দেশ মেনে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া ব্লক২ তৃণমূল কংগ্রেস ব্ল্যাক মানি ফিরিয়ে দেওয়ার দাবিতে মহামিছিল করে ।পুরোভাগে ছিলেন তাপস চক্রবর্তী, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, লাল্টু কাজী প্রমুখ এলাকার জনপ্রিয় নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারিকরণ ও ধর্মের নামে হানাহানির তীব্র নিন্দা করেন ।( খনি-শিল্পাঞ্চলের এই মহামিছিলে শ্রমজীবী মানুষের যোগদান ছিল উল্লেখযোগ্য ।ব্যাপক সংখ্যায় মহিলারাও যোগদান করেন। মহামিছিল নিউ কেন্দা থেকে শুরু করে কেন্দা-চিঁচুড়িয়া মোড় হয়ে হরিপুরে শেষ হয় ।বস্তুত:লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির বিপুল বিজয়ের পর পুনরায় সংগঠন মজবুত করতে এখন থেকেই পথে নেমে পড়েছে তৃণমূল ।এদিনের মহামিছিল ছিল তারই অঙ্গ ।