|
---|
সেখ সামসুদ্দিন : ১১ জুন, ভারত জাকাত মাঝি পারগানা মহল পূর্ব বর্ধমান জেলা শাখার দুইদিনের সম্মেলন করা হয় মেমারি ১ ব্লকের রাধাকান্তপুরে। রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল প্রতিনিধি সম্মেলন করা হয় এবং আজ দ্বিতীয় দিনে এলাকায় র্যালি ও প্রকাশ্য সমাবেশ করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ, কেন্দ্রীয় দিসম পারগানা বাবা নিত্যানন্দ হেমব্রম, রাজ্য পনৎ পারগানা বাবা রবীন টুডু, রাজ্য পনৎ জগ পারগানা বাবা রাজেন্দ্রনাথ মুর্মু, রাজ্য পনৎ পারানিক ডাঃ মঙ্গল সরেন, বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ দেবল সরেন, জেলা পারগানা বিজয় চন্দ্র সরেন, জেলা জগ পারানিক মঙ্গল সরেন, মেমারি ১ মুলুক পারগানা বিকাশ চন্দ্র হাঁসদা, গোপগন্তার ২ গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জনা মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনে সভার আগে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অতিথিবর্গকে অভ্যর্থনা জানিয়ে মঞ্চে নিয়ে আসা হয়। মঞ্চে উপস্থিত অতিথিবর্গ আদিবাসী সমাজের বিভিন্ন অবহেলিত বিষয়, চাহিদা, অধিকার আদায় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। মন্ত্রী স্বপন দেবনাথ ২০১১ সাল থেকে মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর আদিবাসী সমাজ কি কি সুবিধা পেয়েছেন এবং কত হাজার আদিবাসী মানুষ এই সুবিধা গ্রহণ করেছেন তার খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন।