|
---|
সেখ সামসুদ্দিন : ১১জুন, গতকাল অনলাইনের মাধ্যমে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকে ও ভালো ফল হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে। ৪৮৩ পেয়ে ব্লকে প্রথম হয় জামালপুর গার্লস হাই স্কুলের ছাত্রী শ্রীলেতা পাল। দ্বিতীয় হয় সোনিয়া খন্দকার সেলিমাবাদ হাই স্কুলের ছাত্রী , তৃতীয় ও যুগ্মভাবে চতুর্থ হয় পর্বতপুর গার্লস হাই স্কুলের ছাত্রী অদিতি ঘোষ (৪৮০) ও পূজা পাত্র (৪৭৯), পায়েল সাধুখা (৪৭৯)। এছাড়াও অসংখ্য ছাত্র ছাত্রী যাঁরা এবছর ব্লক থেকে ৪৫০ এর উপর নাম্বার পেয়েছে। লক্ষণীয় বিষয় প্রথম চারজনের মধ্যে যে পাঁচজন আছে তারা সবাই ছাত্রী। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে নানা প্রকল্প চালু করে মহিলাদের এগিয়ে দেবার চেষ্টা করছে তারই ফলশ্রুতি এগুলো।মেয়েরাও আজ সমান তালে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। এই পঞ্চম কৃতিকে আজ তাদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানান বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লকের তৃণমূলের সভাপতি মেহেমুদ খান। ছিলেন ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ এলাকার প্রধান উপ প্রধান এবং ওই বিদ্যালয়গুলোর পরিচালন সমিতির সভাপতিরা। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন যে এই সমস্ত ছেলে মেয়েরাও আগামী দিনে দেশের সু নাগরিক হয়ে উঠবে। ওদের ভবিষ্যত যাতে আরও ভালো হয় ওরা যেনো জীবনে সফল হয় তার কথা বলেন।মেহেমুদ খান বলেন এই কৃতী ছাত্রীদের সম্বর্ধনা জানাতে পেরে খুবই ভালো লাগছে। আজ রাজ্য কন্যাশ্রীর সুফল পাচ্ছে, যেখানে মেয়েরা সমানে পাল্লা দিচ্ছে ছেলেদের সাথে। বিট্টু মল্লিক বলেন আগামী দিনে ওরা কলেজে ভর্তি হবে বা যেকোনো লাইনে পড়ুক ওদের ভবিষ্যত জীবনে প্রতিষ্ঠিত হোক এটাই কামনা। সম্বর্ধনা পেয়ে খুব খুশি কৃতী ছাত্র ছাত্রীরা। ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ সেলিমাবাদ স্কুলের ছাত্র আমন খানকে ভালো রেজাল্টের জন্য সম্বর্ধনা জানানো হয়।