গলসিতে জাতীয় কংগ্রেসের  সড়ক অবরোধ

আজিজুর রহমান, গলসি : গলসির পুরসাতে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন বৈকাল নাগাদ পুরসা দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করেন ব্লক কংগ্রেস নেতা সেখ নবিরুল হক। মিছিলের কর্মীরা গ্রামের মোড়ে এসে জাতীয় সড়ক অবরোধ করে। ফলে বেশকিছুক্ষন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যায়। গলসি ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি সেখ নবিরুল হক জানান, তাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীর সাংসদ পদ অনৈতিকভাবে বাতিল করা হয়েছে। যা দেশের মানুষের কাছে খুবই দুর্ভাগ্যজনক ব্যপার। সেই নিয়ে দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছে তাদের দলের নেতারা। তাছাড়াও এই রাজ্যে তাদের দলীয় নেতৃত্ব প্রতিবাদ করছে। তার দাবী কেন্দ্রীয় সরকার দেশে একনায়ক তন্ত্র চালাচ্ছে।  অবিলম্বে ও সম্মানের সাথে তাদের রাষ্ট্রীয় নেতা সাংসাদ পদ ফিরিয়ে দিতে হবে। তা না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।