|
---|
নিজস্ব প্রতিনিধি : চারবছরের ছোট্ট মেয়ে আলিশা ইসলাম। তার বিকাশে বিলম্বের ইতিহাস রয়েছে,তার ৯৯% নিউরো এবং সেরিব্রাল পালসি ধরা পড়েছে।এই রোগের জন্য তাকে সারাজীবন ফিজিওথেরাপি এবং মেডিসিন সহ শরীরের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে।নূন্যতম এখনও ১০ মাস চালিয়ে যেতে হবে।আলিশা ইসলামের বার্ষিক রক্ষনাবেক্ষনের খরচ ১.৫ থেকে ২ লাখ টাকা।
অদূর ভবিষ্যতে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাও যাচ্ছে না টাকার অভাবে।
এমতাবস্থায় সুধীজনের কাছে অনুরোধ আলিশার জীবন রক্ষার্থে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিন।
যোগাযোগ : 90888442787/908401962
A/C Number: 1974010085320
IFSC Code:PUNB 0197420
U.P.I.–alishaislam31817@okhdfc bank