|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রাকৃতিক বিপর্যয়ে ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল এই কুলতলী পর্যটন কেন্দ্রের প্রবেশদ্বারটি। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা এখানে থেকে সুন্দরবনে প্রবেশ করেন। রামকৃষ্ণ আশ্রম সন্নিকট জেটিঘাটটি নবরূপে সজ্জিত হচ্ছে বিধায়ক ও পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে। দীর্ঘদিনের মানুষের দাবী ছিল কমিউনিটি টয়লেট তার কাজ চলছে জোর কদমে। হাইম্যাক্স লাইট বসেছে, অগণিত পর্যটকরা আসছেন। এখান থেকে কুলতলী বিট অফিস থেকে পারমিশন নিয়ে সুন্দরবনে প্রবেশ করছে পর্যটকরা। দীর্ঘদিন ধরে ভ্রমণপিপাসু মানুষেরা সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, বিশেষ করে এই মুহূর্তে বাঘ হরিণ এবং পরিযায়ী পাখির দেখা মেলায় পর্যটকরা উজ্জীবিত। আগামী দিনগুলিতে সুদূর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সুন্দরবনের প্রবেশদ্বার কুলতলীর কৈখালীতে এসে সুন্দরবনের প্রবেশ করা যাবে। পাশেই আছে বৈধ কাগজ নেওয়ার কুলতলি বিট অফিস। সেখান থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবন ভ্রমণ পিপাসুরা একের পর এক যাচ্ছেন সুন্দরবনে।