|
---|
মহানুভবতার দেয়াল এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ জলঙ্গীতে
নতুন গতি, জলঙ্গী: বুধবার মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গীতে মহানুভবতার দেয়াল শোস্যাল এ্যণ্ড চ্যারিটেবল ট্রাস্ট এর উদ্যোগে ১৫ ই ডিসেম্বর বুধবার দুঃস্থ অসহায় মানুষ এবং এতিম বাচ্চাদের সাহায্যার্থে ২০০ জনেরও বেশি মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ.এস.আই সন্দীপ কুমার দাস মহাশয় , ডাঃ আবু তালহা মেডিক্যাল অফিসার সাঁদিখার দিয়াড় গ্রামীণ হসপিটাল, মুহাম্মদ নাজমুস সাহাদাত – হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর কো-অডিনেটার মালদা জেলা ও” নতুন গতি “পত্রিকার সাংবাদিক, আসাদুল্লাহ আল গালিব আইনজীবী, জলঙ্গী মহাবিদ্যালয়ের টি.আই.সি সৌমিক ঘোষ , আসরাফুল ইসলাম প্রধান শিক্ষক ঘোষপাড়া সর্ব পল্লী বিদ্যানিকেতন, ইব্রাহিম আলি সীতানগর উচ্চ বিদ্যালয়, প্রভাত রঞ্জন সরকার প্রাক্তন প্রধান শিক্ষক দাঁইড় পাড়া প্রথামিক বিদ্যালয়। এই ট্রাস্টের সম্পাদক শামসুজ্জামান বলেন , সকলে যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তবে বেশি বেশি অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। মহানুভবতার দেয়ালের এক সদস্য সহিদুল ইসলাম জানায় , প্রতিবছর যেমন শীত বস্ত্র বিতরণ করা হয় সেই সাথে বিশ্রাম ঘরে পুরাতন পোশাকের সম্ভার রয়েছে যেখান থেকে দুঃস্থ মানুষ বিনামূল্যে সংগ্রহ করে নিয়ে যায়,চব্বিশ ঘন্টা মুমূর্ষু রোগীদের রক্তের পরিশেবা প্রদান করা হয়। তবে এ সব সামনে এগিয়ে নিয়ে যেতে হলে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন বলে মনে করেন। ডাঃ আবু তালহা জানান , এই মহানুভবতার দেয়াল যে ভাবে মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তা প্রশংসার যোগ্য। এর জন্য সাধারণ মানুষকে পাশে দাঁড়ানো কথা তুলে ধরেন। আইনজীবী আসাদুল্লা আল গালিব বলেন, সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনের সহযোগিতাও একান্ত প্রয়োজন। এমন মহতী উদ্যোগে সবার পাশে থাকবার আহ্বান জানিয়েছেন। শিক্ষক প্রভাত রঞ্জন সরকার, এই ট্রাস্ট যে ভাবে বিভিন্ন কল্যাণ মূলক কাজ করে চলেছে তা সাধুবাদ যোগ্য। সেই সাথে চক্ষু দান এর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে দুঃস্থ অসহায় মানুষ এবং এতিম বাচ্চাদের মুখে হাসির মধ্য দিয়ে তা শেষ হয়।