|
---|
সংবাদদাতা : ১২অক্টোবর,শনিবার, ইউনিভারস্যাল ব্রাদারহুড ইসলামিক অরগানাইজেশন এর কর্মী বৈঠক অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদের সাগরদিঘীর চর কাবিলপুর ইন্ডিয়ান ইসলামিক অ্যাকাডেমী মাদ্রাসা প্রাঙ্গণে। উক্ত সভায় প্রায় ২০জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে সংগঠনের কর্ম প্রণালী জেলা স্তরে বিস্তারের লক্ষ্যে পাঁচ জনের জেলা প্রতিনিধী গঠন করা হয়, যথাক্রমে ডাঃ মিজানুর রহমান, ডাঃ মহঃ মুস্তফা শেখ, ডাঃ আঃ সবুর, মুরসালিম শেখ, মাওঃ সাদিকুর রহমান। এই সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে আলোচনা করতে গিয়ে সংগঠনের সভাপতি ডাঃ মহঃ মুস্তফা শেখ বলেন কাবিল ও হাবিলের ঘটনা স্মরণ করিয়ে বলেন কাবিল তাঁর হিংসা বিদ্বেষ অহঙ্কার ও চরম লোভের নেশায় পড়ে শান্ত ভদ্র গুরুভক্ত আল্লাহ প্রীয় হাবিলকে হত্যা করেছিল। পৃথিবীর এই প্রথম হত্যা কান্ডের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিটা ভদ্র বিশ্বাসী মানুষের কর্তব্য উগ্র স্বভাবকে বর্জন করে সমাজে শান্তীর পরিবেশ সৃষ্টি করা। সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান আব্দুল মালেক, নাজিমুদ্দিন বিশ্বাস, আব্দুল লতিফ, করুণা সিন্ধু সরকার, আব্দুর রাকীব, আনিসুর রহমান, মিঠুন রবিদাস, মুর্শিদ আলি প্রমুখ।