|
---|
সংবাদদাতা : পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নবাবহাট মোড়ে এনআরসির বিরুদ্ধে এক ঐতিহাসিক সমাবেশে সোচ্চার হল জামিয়াতুল আইম্মা অল উলামা( ইমাম ও উলামা পরিষদ)। এনআরসি, মব লিঞ্চিং, মানুষ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্য রাখেন মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরি। বক্তব্য রাখেন হাফিজ সেখ সিদ্দিকুল্লা, ড: হাসিবুদ্দিন প্রমুখ। ভিড়ে ঠাঁসা সমাবেশে উপস্থিত হন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক খোকন দাশ ও কাঞ্চন কাজী । বর্ধমানের রবিনহুড খোকন দাশ, এনআরসির বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অবস্থান উল্লেখ করে সভাকে আশ্বস্ত করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে বিজেপির মনোবাঞ্ছা পূর্ণ হবে না। তৃণমূলের জনদরদী নেতা কাঞ্চন কাজী বলেন, মানুষকে মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ক্ষমতার স্বপ্ন দেখছে যারা, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের দিদি থাকতে তা কোনও দিনই পূর্ণ হবে না। কাঞ্চন কাজী বলেন, আপনারা নিশ্চিত থাকুন তৃণমূল বাংলায় এনআরসি হতে দেবে না। শান্তি ও সম্প্রীতি রক্ষার আন্দোলনে মানুষকে সামিল করতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশে উভয় সম্প্রদায়ের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। সভাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। সভা থেকে সরকারের কাছে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।