সংবাদদাতা : ১১অক্টোবর,শুক্রবার মামূন ন্যাশনাল স্কুল (গার্লস) পরিদর্শনে আসেন জি.ডি.মনিটরিং কমিটির চেয়্যারমান জনাব আলহাজ সেখ নুরুল হক সাহেব প্রাক্তন আই. এ.এস, মেঘালয়ের বিধায়ক জনাব ডা: আজাদ জামান সাহেব ও সমাজসেবী জনাব সুরমান আলি সাহেব এবং মামূন ন্যাশনাল স্কুলের সম্পাদক কাজী মহ. ইয়াসিন সাহেব।