|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:-শিরাকল মহাবিদ্যালয় এর ব্যবস্থাপনায় জেলার অন্যান্য এল কা থেকে বহু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ও ছাত্র ছাত্রীদের নিয়ে শিরাকল মহাবিদ্যালয়ে এক সভা কক্ষে কলেজের শিক্ষণীয় বিষয় সেমিস্টার নিয়ে ওয়ার্কশপ অন ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ এবং ন্যাশনাল কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক (এন,সি,সি,এফ),এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্যে দিয়ে এই কর্মসূচি শুরু হয়। এখানে উপস্থিত অধ্যক্ষ ও অধ্যাপক এবং অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিদের কে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। এখানে উপস্তিত ছিলেন ডা: জয়ীতা দত্ত গুপ্তা কন্ট্রোলার অফ এক্সামিনেশন (অ্যাক্টিং) ইউনিভার্সিটি অফ কলকাতা,নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্টাল কলেজের প্রফেসর ডা: অসীম মণ্ডল,শিরাকল মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল ডা: সমিরন মন্ডল, ফকির চন্দ কলেজের প্রিন্সিপাল ডা: সৌমেন চন্দ,ডা: সায়ন চট্টোপাধ্যায়,সাধন চন্দ্র মহাবিদ্যালয়ের এর প্রিন্সিপাল ডা: শেখ ফজলুল হক,ডা: হিমাদ্রী ভট্টাচার্য,ডা:শ্রীকুমার রায়,অধ্যক্ষ ডা: চঞ্চল কুমার মন্ডল বারুইপুর,অফিস স্টাফ মুদাসসার সিপাই, এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালন করেন উক্ত কলেজের বাংলা বিভাগের প্রফেসর রেজওয়ানুল ইসলাম সহ অধ্যক্ষ,অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা। এই বিশেষ কর্মশালার উদ্দ্যোক্তা শীরাকল মহা বিদ্যালয়ের প্রিন্সিপাল ডা: সমীরন মণ্ডল তিনি এই কর্মসূচি সম্পর্কে সকলের সামনে তুলে ধরেন।