যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে একাধিক পদক্ষেপ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করতে সিসিটিভি বাড়ানো, মাদক নিষিদ্ধ, আই কার্ড দেখানোর মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চালু করা হচ্ছে” জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু।

     

    তিনি জানিয়েছেন, নেশা করলে পড়ুয়াদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিচয়পত্র পরীক্ষার বিষয়টি এতদিন প্রায় ছিলই না। বাংলা স্নাতক বিভাগের পড়ুয়ার মৃত্যুতে এবার তা কড়াকড়ি হচ্ছে। নির্দিষ্ট সময়ে তা পরীক্ষা করা হবে। ইউজিসি যে দ্বিতীয় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, তাও স্বীকার করে নিয়েছেন রেজিস্ট্রার। তিনি জানিয়েছেন, ৫ দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যেই পাঠাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে হস্টেলের করিডর অর্থাৎ যেখানে র‌্যাগিংয়ের ঘটনা ঘটেছিল, সেখানে কেন সিসিটিভি নেই? এই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন।