যাদবপুর ছাত্রমৃত্যু: বিজেপি যুব মোর্চা ও বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের কাছে বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখার সময় কালো পতাকা দেখানো হয় অতি-বাম ছাত্র সংগঠনের তরফে। সেখান থেকেই অতি-বাম ছাত্র সংগঠনের উপর হামলা চলে। কয়েকজন ছাত্রনেতাকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়।

     

    এক সদস্যের অভিযোগ, বিজেপির ছাত্র সংগঠনই হামলা চালিয়েছে। তাঁরা স্লোগান তুলেছেন, ”শুভেন্দু এখানে কেন এসেছেন, আয় বুঝিয়ে দেব।” আক্রান্ত অতি-বাম তথা বিপ্লবী ছাত্র ফ্রন্টের সদস্য তথাগত রায়চৌধুরীর বক্তব্য, ”এভাবে যাদবপুরে বিজেপি এবং তৃণমূল অশান্তিতে উসকানি দিচ্ছে। যতবার এভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ খর্ব করার চেষ্টা হবে, ততবার আমরা এভাবে প্রতিরোধ করব।” বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখানো তিনি তাঁর স্পষ্ট দাবি, ”দেখিয়েছি কালো পতাকা। সেটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে।”