“পাঁচ উপাচার্যকে পদত্যাগের জন্য চাপ এবং খুনের হুমকি দেওয়া হয়েছে” বিস্ফোরক সি ভি আনন্দ বোস

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। “পাঁচ উপাচার্যকে পদত্যাগের জন্য চাপ এবং খুনের হুমকি দেওয়া হয়েছে” এমনই অভিযোগ করেন তিনি।

     

    তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়গুলি সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপাচার্য থাকা প্রয়োজন। শিক্ষাদপ্তর উপাচার্য নিয়োগ করেছে। সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করেছে। সেই কারণে উপাচার্যদের চলে যেতে হয়েছে। সেই অবস্থায় আমি অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছি। শিক্ষাদপ্তর বলল এটা ভুল। কলকাতা হাই কোর্ট বলেছে ঠিক। সরকার মনোনীতদের উপাচার্য নিয়োগ করতে পারিনি। কারণ কেউ দুর্নীতিগ্রস্ত ছিল, কারও বিরুদ্ধে ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ রয়েছে। কেউ আবার রাজনৈতিক খেলা খেলছিল। এটা খুব দুঃখজনক যে পাঁচজন উপাচার্যকে পদত্যাগ করতে হয়েছে। তাঁরা আমাকে জানিয়েছে, তাঁদের হুমকি দেওয়া হয়েছে। শিক্ষাদপ্তরের তরফে চাপ তৈরি করা হয়েছে।”