যাদবপুর ছাত্র মৃত্যু: উদ্ধার চিঠিতে রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত ঘিরে চাঞ্চল্য

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “শুধু মানসিক নির্যাতনের “টার্গেট” নয়, যাদবপুরের ওই পড়ুয়াকে রাজনৈতিক লড়াইয়ের শিখন্ডি করতে চেয়েছিল অভিযুক্তরা” হস্টেলের ঘর থেকে উদ্ধার ডায়েরির মধ্যে থাকা চিঠির ইঙ্গিত ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বাংলা বিভাগের এক ছাত্র নেতার বিরুদ্ধে ডিনকে লেখা হয় সেই চিঠি। বাংলা বিভাগে অন্য রাজনৈতিক সংগঠনের প্রভাব রয়েছে। সেই প্রভাবই ভাঙতে মরিয়া ছিল সৌরভ চৌধুরী সহ অভিযুক্তরা।

     

    বাংলা বিভাগের পডুয়া ওই ছাত্রকে গেস্ট হিসাবে হস্টেলের থাকার ব্যবস্থা করার পরই ছক কষা হয়। ঘটনার দিন ওই ছাত্রনেতার বিরুদ্ধে ডিনকে চিঠি লেখার জন্য চাপ দিতে শুরু করে অভিযুক্তরা। কিন্তু কিছুতেই সেই চিঠি লিখতে রাজি ছিল না ওই ছাত্র। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সে চিঠি লিখতে রাজি না হলে, পরে দীপশেখর সেই চিঠি লেখে। যে চিঠির নীচে ওই ছাত্রের নামে সই রয়েছে। তাঁকে দিয়ে জোর করে সেই সই করানো হয়। এমনটাই অনুমান তদন্তকারীদের। যদিও সইটা সত্যি-ই মৃত ছাত্র-ই করেছিল নাকি অন্য কেউ তার সইটাও নকল করে, সেটাও দেখা হচ্ছে।