যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় জারি ধরপাকড়! পুলিশের জালে আরও ৪ জন

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় জারি ধরপাকড়। পুলিশের জালে আরও ৪ জন। সূত্রের খবর, ধৃতদের মধ্যে তিনজন প্রাক্তনী এবং একজন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে এই ঘটনায় এক প্রাক্তনী এবং দু’জন পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭।

     

    ধৃতরা হল মহম্মদ আরিদ, আরিফ আনসারি, অসীম সর্দার ও অঙ্কন সরকার। মঙ্গলবার থানায় ডেকে রাতভর তাদের জেরা করা হয়। তারপরই ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় তাদের কী ভূমিকা ছিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আরও তথ্যের খোঁজে ডিন অফ স্টুডেন্টস এবং রেজিস্ট্রারকে তলব করা হয়েছে। বুধবার দুপুর ৩টেয় লালবাজারে জয়েন্ট সিপি ক্রাইম তাঁদের তলব করেছেন। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবারই বগুলায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা।

     

    এছাড়া যাদবপুর ৮ বি-তে ধরনায় বসবে তৃণমূল ছাত্র পরিষদ। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ধরনা চলবে। রাজন্যা হালদার-সহ বাকি ছাত্রছাত্রীরা থাকবেন। ধরনা মঞ্চে যাওয়ার কথা ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাসেরও। এছাড়া আজ বিকেল ৫টা নাগাদ রাজভবনে রয়েছে কোর্ট মিটিং। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।