|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত রিপোর্ট চাইলো কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তদন্তের অগ্রগতি ও ফের কেন তলব করা হয়নি, আগামী ১৪ সেপ্টেম্বর সেই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ইডির আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে অভিষেককে আবার তলব করা হবে।