কলকাতা হাইকোর্টে দুর্নীতি মামলা: ব্যাকফুটে রাজ্য, ফ্রন্টফুটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আলিপুরদুয়ার সমবায় দুর্নীতির তদন্ত করবে সিবিআই ও ইডি” বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্তই বহাল রাখল বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। তবে জরিমানার অঙ্ক কমানোর কথা তারা জানায়। ৫০ লক্ষের বদলে ৫ লক্ষ টাকা দিতে হবে রাজ্যকে।

     

    শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে মুখবন্ধ খামে ইডির রিপোর্টে এক টলিউড অভিনেতার নাম। কোন অভিনেতা এবার ইডির ব়্যাডারে? কৌতূহল তুঙ্গে।

     

    লিপস এন্ড বাউন্ডস ফাইল ডাউনলোড সংক্রান্ত মামলায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ এখনই করা যাবে না। জানিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।