|
---|
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ধূপগুড়ির বিজেপি প্রার্থী তাপসী রায়কে ফুলের তোড়া দিয়ে যাওয়ার সময় বর্তমান জেলা সভাপতি লাথি মারলেন প্রাক্তন জেলা সহ-সভাপতিকে , ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ধূপগুড়ির উপ নির্বাচনে বিজেপির প্রার্থী তাপসী রায়কে ফুলের তোড়া দেওয়ার সময় দলেরই প্রাক্তন জেলা সহ সভাপতি অলক চক্রবর্তীকে প্রকাশ্য রাস্তায় ফেলে লাথি মারলেন বর্তমান জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী এবং যুব মোর্চার জেলা সভাপতি। প্রথমে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয়, এরপর এক লাথি দিতে থাকে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী। তার সাথে যুব মোর্চার জেলার সভাপতিও লাথি দেয়। কয়েকজন বিজেপি কর্মী প্রাক্তন জেলা সহ-সভাপতিকে রাস্তা থেকে উঠতে সাহায্য করেন।পাশেই ছিলেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ও ধুপগুড়ির বিজেপির নেতৃত্বরা। প্রকাশ্য এই ধরনের ঘটনা খুব কম দেখা যায়। তারমধ্যে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়ার সময়।যেখানে বিজেপির উত্তরবঙ্গের সব বড় বড় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। ভোটের পূর্বে প্রকাশ্য বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষুব্ধ দলের কর্মী সমর্থকরা বলে খবর। ধুপগুড়ির বিধানসভা উপ নির্বাচনে যার ব্যাপক প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র দিতে যাবার সময় এই ঘটনা ঘটে।যা নিয়ে ইতিমধ্যে সমালচনার ঝড় উঠেছে দলের মধ্যে।একেই উপনির্চনের প্রার্থী পছন্দ নয় বলে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ প্রকাশ করে জেলা সভাপতিকে এক প্রকার হুমকি দিচ্ছে কর্মীরা।তারপর এই দিনের যে ঘটনা প্রকাশ্যে আসার পর, ধূপগুড়ি উপনির্বাচনের পূর্বে নতুন করে বিতর্কে জড়ালো জেলা বিজেপি কর্তারা বলেই মনে করছে রাজনৈতিক মহল।যদিও এই বিষয় নিয়ে কোন মন্তব্য করতে চাননি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী। অপরদিকে তৃণমূল কংগ্রেস বিষয়টিকে ভোটের অ্যাডভান্টেজ মনে করছে।