পুজোর পর তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ধরনা কর্মসূচি

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আবাস যোজনায় যারা ঘর-বাড়ি পাননি, তাদের কলকাতায় জমায়েত করে তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপি। পুজোর পর এই ধরনা কর্মসূচি করবে গেরুয়া শিবির। শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকের শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

    শুভেন্দু বলেন, আবাস যোজনায় বঞ্চিত লক্ষাধিক মানুষকে নিয়ে আসা হবে কলকাতায়। বিরোধী দলনেতার দাবি, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। তাঁদের পরিবর্তে তৃণমূল অযোগ্যদের টাকা পাইয়ে দিয়েছে বলে দাবি তাঁর। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে। তার মাধ্যমে কেন্দ্রের টাকা নয়ছয় করেছে তৃণমূল। সেই সব টাকা যাদের প্রাপ্য ছিল, তাঁদেরও কলকাতায় আনবেন তিনি।

    এই কর্মসূচি দলের অন্দরে আলোচনা না করেই ঘোষণা করেন বিরোধী দলনেতা। অন্তত সাংবাদিক বৈঠকে তেমনটাই দাবি করেছেন শুভেন্দু। পুজোর পর কবে এই কর্মসূচি হবে তা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক করবেন বলে জানান বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। মন্ত্রী তাতে সম্মতও হয়েছেন।