|
---|
মহঃ মফিজুর রহমান , নতুন গতি : অপেক্ষার অবসান ! আজ প্রকাশিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার । বুধবার লালগড় এবং গোপীবল্লোভপুরের দুই জনসভা সেরে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় । কলকাতায় ফিরে ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো । এবারের ইস্তেহারে ‘দিদির’ একাধিক চমক থাকবে বলে তৃণমূল সূত্রে খবর । জানা গিয়েছে , তৃণমূলের ইস্তেহারে থাকছে – বছরে ৫ লক্ষ নতুন কর্মসংস্থান , স্টুডেন্টস ক্রেডিট কার্ড , প্রতিটি ব্লকে একটি করে মডেল আবাসিক স্কুল নির্মাণ , কৃষকদের একরপিছু জমির জন্যে বছরে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা , শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি , প্রত্যেক পরিবারের মাসিক আয় নিশ্চিত করার লক্ষ্যে নতুন প্রকল্প , প্রতিটি জেলার প্রাণকেন্দ্রে মেডিক্যাল কলেজ তৈরি সহ অনেক অঙ্গীকার ।