|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করে বকেয়া চাওয়ার পরামর্শ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরামর্শে ধরনা মঞ্চ থেকেই সুকান্তর মোবাইল নম্বর বিলি করলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “নীরঞ্জন জ্যোতিকে অনুরোধ করব রাজভবনে বৈঠক করুন। আমাদের আপত্তি নেই। আপনাকে ৯৬ ঘন্টার মধ্যে মাথানত করতে হয়েছে। আজ জ্যোতি এসেছে। কাল গিরিরাজ আসবে। পরশু মোদী আসবে। তারপর বাংলার টাকা আসবে।”
এরপরই আসে সেই মুহূর্ত। সুকান্ত মজুমদারের একটি বক্তব্যের কল রেকর্ড শোনান অভিষেক। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছিলেন ২ হাজার কোটি টাকা প্রস্তুত আছে এবং তিনি একটা ফোন করলেই ১০০ দিনের প্রকল্পের টাকা চলে আসবে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেন, “রাজীব বন্দ্যোপাধ্যায় তো বিজেপিতে গেছিলেন। ওঁর কাছে সুকান্তের নম্বর রয়েছে। আমি রাজীবকে বলব। এই নম্বর সবাইকে জানান। ফোন করে বলুন আপনার অনেক ক্ষমতা রয়েছে। ২০ লক্ষ মানুষকে বলবো সুকান্তকে ফোন করতে। এই ফোন রেকর্ড করুন। সেই রেকর্ড ফেসবুকে দিন।”
এরপর ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে টুইট করেন অভিষেক। তাঁর কথায়, মোদির আমলে মনরেগা প্রকল্পে নতুন নামকরণ হয়েছে। মনরেগার আদ্যাক্ষর অনুযায়ী- মোদি গভর্নমেন্ট নেগলেকটিং রুরাল এমপ্লয়মেন্ট গ্রোথ অ্যাসপিরেন্ট।