|
---|
নিজস্ব সংবাদদাতা : দলিয় কর্মসূচির কারণে মঙ্গলবার জলপাইগুড়িতে আসেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এই দিন সকালে পদাতিক এক্সপ্রেসে জলপাইগুড়ি রোড স্টেশনে নামেন দিলীপ ঘোষ। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীর বাসভবনে দলের বিভিন্ন বিষয় গুলি নিয়ে আলোচনায় বসেছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেপ্তার প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ বাবু জানান ,বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে যুগে যুগে আমাদের কাছে গর্বের বিষয়। যে মণীষীরা বাংলাকে পথ দেখিয়েছিলেন তাঁরা মূলত ছিলেন শিক্ষা ব্যবস্থার ফসল। বর্তমানে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ঘুণ ধরিয়ে দিয়েছে তৃণমূল সরকার। দুর্নীতিতে ভরাক্রান্ত শিক্ষা ব্যবস্থা। প্রাক্তন শিক্ষা মন্ত্রী থেকে উপাচার্য সবাই এখন গ্রেপ্তার হচ্ছেন। বাংলাকে বাঙালিকে গোড়া থেকে শেষ করে দেবার চক্রান্ত চলনো হচ্ছে । দিলীপ ঘোষ অভিযোগের সুরে জানান মানুষকে বোকা বানানোর জন্য বিজেপি নেতাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে তৃণমূল।