|
---|
নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়িতে ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস সিকিমের বন্যা দুর্গতদের আশ্রয়স্থানে গিয়ে দেখা করলেন দুর্গতদের সাথে। অরুপ বিশ্বাস জানান এই ধরনের ঘটনা ভাবাই যায় না। যারা এখানে আটকে পড়ে আছেন এবং আহত কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পাশে আমরা আছি। কিভাবে তাদের বাড়িতে পৌছে দেওয়া হবে, কিংবা তাদের কিভাবে চিকিৎসার ব্যাবস্থা করা হবে সেটা আমরা আলোচনা করে দেখছি। এদিন অরুপ বিশ্বাসকে দেখে কান্নায় ভেঙে পড়েন দুর্গতরা। অরুপ বিশ্বাস তাদের জানান সবাইকে তাদের ঠিকানায় পৌছে দেওয়া হবে। এদিন অরুপ বিশ্বাসের সাথে ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। অরুপ বিশ্বাস জানান আমি নির্দেশ দিয়েছি সবাইকে এই মানুষগুলো যেন ঠিকমত ঠিকানায় পৌছে যায়। কারন ওরা আতঙ্কিত এবং অসুস্থ। সবার চিকিৎসা এবং সহায়তার প্রয়োজন। আমাদের কাজ প্রত্যেক আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাড়ানো। যাতে তারা আবার আগের জীবনে ফিরে যেতে পারে। দরকার একটু পাশে দাড়ানো তাহলেই ওরা আগের জীবন ফিরে পাবে।