|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সব জল্পনার অবসান। তৃণমূলেই থাকছেন শুভেন্দু অধিকারী। আজ উত্তর কলকাতার একটা বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয় রাজ্য রাজনীতির অন্যতম হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে মধ্যস্থতা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সৌগত রায়। বৈঠক শেষে সাংসদ সৌগত রায় জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে । প্রায় দু’ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। দলেই থাকবে শুভেন্দু। বাকি যা বলার শুভেন্দু অধিকারী বলবেন।
দলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করে বলেন, ” সব বিরোধ মিটে গেছে। থাকছেন শুভেন্দু দা, সদর্পে সগৌরবে। গেরুয়া হনুমানদের মুখে ঝাঁটা’। এতে উল্লসিত তৃণমূল পরিবার।