সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মাথুর অঞ্চল খোলাখালিতে কাঠের সেতু

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার: এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি কে মান্যতা দিয়ে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এবং ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ ও ২ নম্বর ব্লক তৃমুল কংগ্রেসের সভাপতি অরুমোয় গায়েন এর আপ্রাণ প্রচেষ্টায় মাথুর অঞ্চল খোলা খালি গ্রামের কাঠের সেতুর প্রায় লক্ষাধিক টাকার ব্যায়ে পুনর্গঠন সংস্কৃত নতুন করে তার নির্মাণ কাজ করা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এই সেতু টি দীর্ঘদিন খারাপ অবস্থায় ছিল, নতুন করে নির্মাণের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে সেতুর দুই পারের গ্রামের কয়েক হাজার মানুষের। ফলে বদলে যাবে তাদের জীবনযাত্রাও।

    এদিন সেই কাঠের সেতুর কাজ শুরু হয়, তাই পরিদর্শনে গিয়ে এলাকার জনসাধারণ মানুষদের কে সঙ্গে নিয়ে ব্লক সভাপতি অরুময় গায়েন তিনি জানান যদিও এই কাঠের সেতুটি আগেই নির্মাণ করা ছিল, ভেঙ্গে যাওয়ার ফলে ১ নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের মধ্যে কিছু গ্রামের মধ্যে যাতায়াতের জন্য বিচ্ছিন্ন ছিল। সাধারণ মানুষের সুবিধার্তে আত্মীয়ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় এই কাঠের সেতু পুনর্গঠন নতুন করে সংস্কৃত করা হয়। এই সেতু আবার পুনর্গঠন নতুন করে সংস্কৃত করায় এলাকার সাধারণ মানুষ খুশি এবং স্থানীয় জনপ্রতিনিধি দের প্রতি অনেক কৃতজ্ঞতা জানান।