|
---|
দেবজিৎ মুখার্জি: দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে শান্তি ফেরাতে সাফল্য কেন্দ্রের। অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিল রাজ্যের অন্যতম প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএনএলএফ। বুধবার দিল্লিতে এসে শান্তি চুক্তি সই করেছেন সংগঠনের সদস্যরা।
বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ইউএনএলএফের শান্তি চুক্তির খবর প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করে জানান, “উত্তর-পূর্বে শান্তি ফেরাতে নিরলস প্রচেষ্টা করছে মোদি সরকার। সেই প্রচেষ্টায় নয়া অধ্যায় ইউএনএলএফের শান্তি চুক্তি। মণিপুরের সবচেয়ে পুরনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউএনএলএফ হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরতে রাজি হয়েছে। গণতন্ত্রের পথে তাঁদের স্বাগত জানাই। আগামী দিনের জন্য তাঁদের শুভেচ্ছা রইল।” এদিন মেতেই গোষ্ঠীগুলোর উপরে নিষেধাজ্ঞা বাড়াতে চেয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।