|
---|
দেবজিৎ মুখার্জী, বর্ধমান: শাসকদলের প্রতিনিধির বিরোধিতা করার মাশুল দিতে হচ্ছে এক পরিবারকে। ডাক দেওয়া হলো সামাজিক বয়কটের। ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার মেমারি পুরসভার ১৫ নং ওয়ার্ড এলাকায়। ঘটনার উৎস রাস্তা তৈরি নিয়ে পারিবারিক বিবাদ।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পাড়ায় ঢোকার রাস্তা তৈরি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের। স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ তাতে হস্তক্ষেপ করে একটি পরিবারকে সমর্থন জানাতে অপর পরিবারের লোকজন আইনের দ্বারস্থ হন। এতে তাঁরা ক্রোধিত হয় বলে অভিযোগ এবং ওই পরিবারকে সামাজিকভাবে বয়কটের ডাক দেয়। মাইকিং করে পাড়ায় প্রচার করা হয় যাতে ওই পরিবারকে কোনওরকম সাহায্য না করা হয়। এমনকি এই ধান কাটার মরশুমে কোন শ্রমিক যাতে ওই পরিবারের জমিতে কাজ করতে না পারে এবং এলাকার বাসিন্দাদের তাঁদের সঙ্গে কথা না বলারও ফতোয়া জারি করা হয়েছে। এর জেরে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবার।
যদিও দুই পরিবার নিজেদের বক্তব্য পেশ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য, তাদের জায়গার উপর রাস্তা করা হচ্ছিল এবং সেই কারণেই তারা বিরোধিতা করে, কিন্তু তৃণমূলের নেতা-কর্মীরা এসে তাদের গালিগালাজও ও মারধর করেন এবং সমস্ত অভিযোগ ওঠান তৃণমূল কাউন্সিলর কাশ্মীরা খাতুন শেখ ও তাঁর স্বামী সুরমান আলির বিরুদ্ধে। অন্যদিকে, অপর পরিবারও নিজের বক্তব্য পেশ করে জানিয়েছেন তাদের কেউ সামাজিক বয়কট করেনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তৃণমূল কাউন্সিলর কাশ্মীরা খাতুন শেখ জানান, “সমস্যা মেটানোর জন্য বহুবার ওই পরিবারকে আবেদন করা হয়েছিল কিন্তু তারা রাজি হয়নি। রাস্তার সমস্যার জন্য পিছনের বাড়িগুলির অসুবিধা হচ্ছিল, আমরা রাস্তা করে দিয়েছি।” যদিও জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবি করেছেন কোনরকম সামাজিক বয়কট করা হয়নি তাদের।