রোগী মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য সিদ্দিকুল্লা চৌধুরীর, নিন্দা করলো স্বয়ং তৃণমূল

দেবজিৎ মুখার্জি, মালদা: রোগী মৃত্যু নিয়ে বেফাঁস মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী, তথা মন্তেশ্বরের বিধায়ক, সিদ্দিকুল্লা চৌধুরী। এক সাক্ষাৎকারে বলে বসলেন, ভাগ্যে লেখা ছিল মৃত্যু, তাই হয়েছে এবং এতে রাস্তার কোন দোষ নেই। এমন বেফাঁস মন্তব্য অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে। তারই মন্তব্য একেবারেই সমর্থন করেনি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, দলের মুখপাত্র কুনাল ঘোষ এমনটাই জানিয়েছেন। অন্যদিকে, পাল্টা আক্রমণ করতে নেমেছে বিজেপিও।

    জানা গিয়েছে, মালদহের বামনগোলার গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙা গ্রামের বাসিন্দা মামনি রায় দিনকয়েক ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাড়ি থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার দূরের মোদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পরিকল্পনা করে পরিবার, কিন্তু অ্যাম্বুল্যান্স না পাওয়া যাওয়ায়, খাটিয়ায় মামনিকে শুইয়েই হাসপাতালের দিকে রওনা দেয় তাঁর স্বামী এবং পথে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে, খারাপ রাস্তার অভিযোগ তোলেন স্থানীয় বিজেপি নেত্রী বীণা বসু কীর্তনীয়া।

    এই ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে, সিদ্দিকুল্লা চৌধুরী জানান, “যাঁর মৃত্যু হয়েছে, তাঁর ভাগ্যে মৃত্যু ছিল। রাস্তার জন্য হয়নি।” যদিও রাজ্যের মন্ত্রীর বেফাঁস মন্তব্যকে একেবারেই সমর্থন করেননি দলের মুখপাত্র কুনাল ঘোষ। তিনি জানিয়েছেন, “রাস্তার পরিস্থিতিকে দায়ী করা যায়না। রোগীর কি অবস্থা ছিল সেটাও দেখার বিষয়। তবে সিদ্দিকুল্লা চৌধুরীর ওরম মন্তব্য করা একেবারেই ঠিক হয়নি। যদি রাস্তা নিয়ে বিতর্ক হয়, তাহলে তার দায় বিজেপির। ওখানে তো এতদিন বিজেপির পঞ্চায়েত ছিল। তারা রাস্তার কাজ করেনি কেন? স্বাস্থ্য বিভাগ রাজ্যের হলেও তো বিজেপির। তারা কাজ করেনি কেন?”