বিশ্বভারতী ফলক বিতর্ক: ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল

বিশ্বভারতী ফলক বিতর্ক: ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল

    দেবজিৎ মুখার্জি, বীরভূম: ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান পাওয়ায় তিনটি ফলক বসানো হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে। কিন্তু সেই ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় নাম রয়েছে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। এতেই ক্ষুব্ধ হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কবিগুরুর নাম-সহ নতুন ফলক লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি। কেন এমন করা হলো? সেই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ‌্যপাল।