রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়ালো ফ্রান্স

নতুন গতি নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে ভারতের পাশে দাঁড়ালো ফ্রান্স। পাশাপাশি সমর্থন জানিয়েছে ব্রাজিল, জার্মানি ও জাপানকেও।

    বৃহস্পতিবার সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের বলেন, “আমরা আফ্রিকার দেশগুলির শক্তিশালী উপস্থিতিও চাই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে। আফ্রিকার দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে প্যারিস ও নয়াদিল্লির কাছেও।”

    এদিন ভারতের হয়ে আরো একবার সুর চড়ালেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজও। তিনি বলেন, “ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক। গ্লোবাল সাউথের সদস্য দেশ হিসাবে আমরা অনেকবার এই দাবি জানিয়েছি। নিরাপত্তা পরিষদের টেবিলে আমাদের কোনও প্রতিনিধি নেই।”