যাদবপুর ছাত্র মৃত্যু: বিজেপির যুব মোর্চার প্রতিবাদ মঞ্চে পুলিশের অনুমতি না দেওয়া ঘিরে উত্তেজনা

 

    দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুক্রবার যাদবপুরের ৩ নং গেটের উলটোদিকে, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার, বিজেপির যুব মোর্চার প্রতিবাদ মঞ্চে পুলিশের অনুমতি না দেওয়া ঘিরে ছড়ালো তুমুল উত্তেজনা। সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের গেটে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন যুব মোর্চার সদস্যরা।

     

    যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ জানান, তাঁদের ওই মঞ্চে মানুষ যুব মোর্চার দাবিকে সমর্থন জানিয়ে স্বতঃস্ফূর্তভাবে জমায়েত করেছিলেন। কোনও ভিড় ছিল না। কিন্তু পুলিশ জবরদস্তি করে সবাইকে হঠিয়ে তাঁদের কর্মসূচি বানচাল করেছে বলে অভিযোগ। এনিয়ে শুভেন্দু অধিকারী X প্ল্যাটফর্মে প্রতিবাদ জানিয়েছেন। পুলিশ শাসকদলের হয়ে কাজ করছে বলে তীব্র কটাক্ষ তাঁর। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী’ শক্তি কাজ করছে বলেও অভিযোগ তাঁর। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”গতকাল যে অসভ্যতা করেছে বিজেপি, ছেলেটা মারা গিয়েছে, সেসব নিয়ে কোনও সহানুভূতি নেই। উলটে পুলিশকে যা নয়, তাই বলেছে শুভেন্দু। পুলিশ ঠিক করেছে মঞ্চ ভেঙে দিয়ে। শুভেন্দুকেও গ্রেপ্তার করা উচিত ছিল।”