বিদ্যুৎ পরিষেবার নিয়ে ভোগান্তি বিক্ষোভে এলাকাবাসীরা

নিজস্ব সংবাদদাতা:,শুক্রবার ফুলবাড়ী বিদ্যুৎ পরিবহন অফিসের সামনে গিয়ে বিক্ষোভ, বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।

    গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন ধরেই পশ্চিম ধনতলা এলাকার বাসিন্দারা বিদ্যুৎ পরিষেবার ভোগান্তির শিকার হচ্ছেন। সারাদিন বিদ্যুৎ পরিষেবা সচল থাকলেও, রাত হবার পড়ে লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় এলাকা জুড়ে। ওই এলাকার এলাকাবাসীরা অনেকবার লিখিত অভিযোগ করেন বিদ্যুৎ অফিসে। কিন্তু সত্বেও কোন কাজ হয়নি। অবশেষে এদিন সকালে বিদ্যুৎ অফিস থেকে পাঠানো কর্মীরা সেই ট্রান্সফরমার মেরামত করতে গেলে। ওই এলাকার এলাকাবাসীরা তাদের কাজে বাধা দেন। ফিরিয়ে দেন তাদের। এরপর সব গ্রামবাসীরা এক হয়ে ফুলবাড়ী বিদ্যুৎ পরিবহন অফিসে গিয়ে রীতিমত বিক্ষোভ দেখান। গ্রামবাসীরা চাইছেন তাড়াতাড়ি বিদ্যুৎ ভোগান্তির থেকে মুক্তি পেতে, ও বিদ্যুতের ট্রান্সফর্মার সুদীর্ঘ সময়ের জন্য মেরামত করা হোক। যা আগামী ১৫ দিনের মধ্যে না হলে, তারা আরো

    বৃহত্তর আন্দোলনে নামতে তথা পথ অবরোধ করতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানা পুলিশ।