|
---|
খান আরশাদ, বীরভূম :রাজনগর ব্লকের খাসবাজার গ্রামের তনুশ্রী হেমরম রাজনগর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর NEET UG পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছে।
প্রত্যন্ত গ্রামের মেধাবী তনুশ্রী হেমরম অভাব অনটনের মধ্য দিয়েও তার এই কৃতিত্ব রাজনগরবাসীকে গর্বিত করেছে।
আজ রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তনুশ্রী হেমরম কে সংবর্ধনা প্রদান করা হলো সংবর্ধনা পেয়ে খুশি তনুশ্রী হেমরম
উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু রাজনগর অঞ্চল সভাপতি পরিমল সাহা সহ তৃণমূল নেতা গাফফার খান আদিত্য সাহা, সেখ কাবুল সহ অন্যান্যরা।