|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির কুলগোড়িয়া ফ্লাইওভারের কাছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করলো গলসি পুলিশ। যেখানে কয়েক শত ট্রাক ও যানবহন চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করানো হয়। পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের বেশ কিছু মানুষও সেখানে চক্ষু পরীক্ষা করান। ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে এমন উদ্দ্যোগ নিয়েছে গলসি থানার ওসি দীপঙ্কর সরকার। তাদের কাজে সাহায্য হাত বাড়িয়ে দেয় গলসি লাইন্স ক্লাব চক্ষু হাসপাতাল। এরপরইই সকাল দশটা থেকে শুরু হয় সেই শিবির। ট্রাক চালক বলবিন্দর সিং বলেন, তিনি পাঞ্জাব থেকে কোলকাতা যাচ্ছিলেন পুলিশ তাকে হাত দেখিয়ে দাঁড় করান। তারপর বিভিন্ন ভাবে তার চোখের পরীক্ষা করে ডাক্তার বাবুরা। তার চোখে সামান্য সমস্যা আছে যার জন্য বিনামূল্যে ওষুধ ও দিয়ে দেন। পুলিশের এমন উদ্দ্যোগ তাকে খুব ভাল লেগেছে বলে জানান। স্থানীয় বাসিন্দা ও ট্রাক চালক নুর আলম সেখ জানান, তিনি গাড়ি খালি করে গলসি আসছিলেন। পথে চেকিং দেখে দাঁড়িয়ে যান। তারপর নেমে এসে দেখেন চোখের পরীক্ষা করছে গলসি থানা। সেখানে তিনিও তার চোখের পরীক্ষার করিয়ে নেন। তবে তার চোখে কোন সমস্যা নেই। মজনু মল্লিক নামক এক ট্রাক চালাক বলেন, তিনি প্রতিদিন গলসি থেকে কোলকাতায় গাড়ি নিয়ে যাতায়াত করেন। কোন থানাকে এত ভাল কাজ করতে দেখেননি। তার চোখের সমস্যা আছে বলে তিনি চশমা ব্যাবহার করেন। ফলে তিনি জানেন চোখের মুল্য। তার দাবী চোখ ঠিক থাকলে দুর্ঘটনা কম হবে। পুলিশের এই উদ্দ্যোগে কিছুটা হলেও দুর্ঘটনা কমবে বলে তিনি মনে করেন। এদিকে বিভিন্ন গ্রামের মানুষ পুলিশের ওই শিবিরে এসে চক্ষু পরীক্ষা করান। যানবহন চালক শিবিরে অংশগ্রহণকারী সকলকে বিনামূল্যে চোখের ওষুধও প্রদান কর হয়। তাছাড়াও প্রত্যেক যানবহন চালকের হাতে মিষ্টি ও জলের প্যাকেট দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এমন উদ্দ্যোগে খুশি হয়েছেন যানবাহন চালক থেকে সাধারণ মানুষ। তাদের সকলের আশা এমন ভাবে সকলে চক্ষু পরীক্ষার সাথে সাথে ট্রাফিক আইন মেনে চললে দুর্ঘটনা অনেক কম হবে।