শিল্প সাহিত্য উৎসব ও লিটলম্যাগাজিন মেলা

মতিয়ার রহমান : শীত মানেই তো উৎসব আনন্দ খেলা আর মেলা। কল্লোলিনী কোলকাতার বুকে লিটলম্যাগাজিন মেলা শেষ হতে না হতেই শুরু হয়েছে কোলকাতা বই মেলা।রাজ্যের জেলাগুলিও পিছিয়ে নেই। সরকারি বেসরকারি উদ্যোগে চলছে জেলা বইমেলা। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে শেষ হয়েছে মুর্শিদাবাদ জেলা বইমেলা।আর তার রেশ কাটতে না কাটতেই গত রোববার ২৮ শে জানুয়ারি শিল্প সাহিত্য উৎসব ও লিটলম্যাগাজিন মেলা হয়ে গেল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ রবীন্দ্রভবনে। মাঘের শীত বাঘের গায়ে। তবু সম্পাদক গোলাম কাদির টিমের আত্মিক আমন্ত্রণে সাড়া দিয়ে মুর্শিদাবাদ জেলার বাইরেও রাজ্যের বিভিন্ন জেলা থেকে শীতের পরিযায়ী কবি সাহিত্যিকরা এসে ভীড় জমান এই সাহিত্য উৎসবে।

    সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের সলতে পাকানোর কাজ শুরু হয় মাস খানেক আগেই।এবারে যেহেতু হাই মাদ্রাসা ফাইনাল, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ১ লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তার পরপরই গণতান্ত্রিক দেশের লোকসভা সাধারণ নির্বাচন।কাজেই জঙ্গিপুর সাহিত্য সমন্বয় পরিষদ তাদের এই জেলা ও জেলার বাইরে সাড়া জাগানো সাহিত্য সমাবেশটি সেরে ফেলতে চান শীতের সেরা সময়েই।
    রোববার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের সূচনা করেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ খলিলুর রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী মহম্মদ সোহরাব, বিশিষ্ট রোজাদার রসায়ন বিজ্ঞানী ড মুনকির হোসেন, রামকৃষ্ণ সিং চুন্নু , বিশিষ্ট শিক্ষাবিদ গুলজার হোসেন, শিক্ষক সমাজসেবী সেখ ফোরকান আলি, নির্মাল্য বিশ্বাস, শ্রী সদ্যোজাত প্রমুখ।
    এই উৎসবে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ নূর স্মৃতি সম্মান ও সুভদ্রা দেবী স্মৃতি সমন্বয় পুরস্কার ২০২৪ প্রদান করা হয়।
    নূর স্মৃতি সম্মাননা প্রদান করা হয় সমাজসেবী ড মুনকির হোসেন, মহম্মদ সোহরাব, বাংলার বিশিষ্ট কবি ড তৈমুর খান, সাহিত্যিক ও সুসংগঠক সম্পাদক অরূপ চন্দ্র প্রমুখদের। বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী সৈয়দ সুশোভন রফিকে সুভদ্রা দেবী স্মৃতি সমন্বয় পুরস্কার প্রদান করা হয়।
    দুপুরে খাওয়া শেষে শুরু হয় কবিতা পাঠ। অংশ নেন সৈয়দ হুমায়ূন রানা, শ্রী সদ্যোজাত,নাসির ওয়াদেন,দীন মোহাম্মদ, সাহাবুল ইসলাম,মনিরুদদিন খান, কৌশিক বড়াল, আব্দুস সালাম, ইমতিয়াজ কবির, জুলফিকার আলি ,রীনা কঙসবণিক,ষড়ানন মন্ডল প্রমুখ।
    এবারের বিশেষ আকর্ষণ লিটলম্যাগাজিন মেলা। জেলা ও জেলার বাইরে থেকে প্রায় পঞ্চাশটি লিটলম্যাগাজিন স্টল আসে। এই লিটলম্যাগাজিন মেলারও উদ্বোধন করেন বিশিষ্ট সাংসদ খলিলুর রহমান। উপস্থিত সকল পত্রিকা সম্পাদককে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।। এদের মধ্যে অন্যতম সৃষ্টি সম্পাদক পারভীন খাতুন, সবুজ বার্তা সম্পাদক রহমত উল্লাহ,সমাজবার্তা সম্পাদক মুস্তাফা সেখ, ময়ূরাক্ষী নন্দিনী ও চরৈবেতি পক্ষে মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে উত্তরের সিঁড়ি প্রত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। অসাধারণ একটি সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা। চতুর্থ বর্ষের এই পত্রিকাখানি সেরার সেরা। লিটলম্যাগাজিনের মুকুটে আরো একটি নতুন পালক যুক্ত হলো। উত্তরের সিঁড়ি প্রত্রিকার সম্পাদক গোলাম কাদির, কবি সুসংগঠক সোমনাথ কর, সদানন্দ রায়, ইমতিয়াজ কবির,আবদুস সালাম,অমরজিৎ মন্ডল,কৃষানু ঘোষ প্রমুখদের অধিবেশন ভিত্তিক সঞ্চালনায় অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর ও সফল হয়ে ওঠে। কথা কবিতা গান ও নাচের মধ্যেই একটি রবিবাসরীয় সকাল থেকে সন্ধ্যা কিভাবে যে কাটলো কেউ খেয়ালই করেননি।