মাথা বাঁচাতে হেলমেট পরে বুথে বুথে ঘুরছেন কোচবিহারের নাটাবাড়ির তৃনমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ !

নতুন গতি নিউজ ডেস্ক : বাংলায় ইতিমধ্যে হয়ে গিয়েছে তৃতীয় দফার ভোট গ্রহণ । আজ শনিবার চতুর্থ দফার ভোট । সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যের ৪৪ টি আসনে ভোট গ্রহণ । রাজ্যে ইতিমধ্যে হয়ে যাওয়া তিন দফা ভোটে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে প্রায় রাজ্যজুড়ে, তা থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সতর্ক হলেন কোচবিহারের নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি মাথা বাঁচাতে হেলমেট পরে বুথে বুথে ঘুরছেন। তাঁর আশঙ্কা যে কোনও সময় আক্রমণ হতে পারে তাঁর ওপর।

    তিনি বলেন, “কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি এটি পরেছি।” শনিবার সকালে নিজের বাড়ি থেকে বেরনোর সময় রবীন্দ্রনাথ ঘোষের মাথায় দেখা যায় নীল হেলমেট। মাথায় হেলমেট পরার কারণ জিজ্ঞাসা করলে তিনি প্রথমে হেঁয়ালি করে বলেন, ‘ঝড়বৃষ্টি হতে পারে। মাথা বাঁচাতে হেলমেট পরেছি।’

    পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পরিস্থিতির চাপে বাধ্য হয়ে হেলমেট পরতে হয়েছে। মাথাটা বাঁচাতে চাই। বিজেপি ভোট পাবে না জেনে হামলা করছে। যে ভাবে সুজাতা খাঁ-এর ওপর হামলা হয়েছে তা দেখে আমি সতর্ক হয়েছি।’