আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশের ৬৪৮ নম্বর স্টলের উদ্বোধন হল

নিজস্ব সংবাদদাতা : উদ্বোধন হয়ে গেল ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ‘উদার আকাশ’ স্টল। করুণাময়ী বাসস্টান্ড লাগোয়া ৯ নম্বর গেটের একদম কাছেই ‘উদার আকাশ’-এর স্টল। উদার আকাশ প্রকাশনের সব গ্রন্থের সঙ্গে থাকছে গবেষণামূলক সংখ্যা। এছাড়াও রয়েছে ‘কবিতা এবং’-এর প্রকাশিত সংখ্যাগুলো। প্রবীর ঘোষ রায়, সুব্রতা ঘোষ রায়ের এ পর্যন্ত প্রকাশিত সব কাব্যগ্রন্থ ও প্রবন্ধ, উপন্যাস ও গল্প সংকলন এখানে পাওয়া যাচ্ছে। এছাড়া খাজিম আহমেদ, ইমানুল হক ও নবনীতা বসু হকের বই এই স্টলে থাকছে। আর থাকছে উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট লেখকদের বই।খুব ঘরোয়াভাবে ৩১ জানুয়ারি ২০২৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উদার আকাশ স্টল ৬৪৮ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রবীর ঘোষ রায়। উপস্থিত ছিলেন উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের প্রাণপুরুষ কবি ও প্রাবন্ধিক ফারুক আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক কমল সরকার, প্রাবন্ধিক ও কবি সুব্রতা ঘোষ রায়, অভিনেতা প্রশান্ত মুখোপাধ্যায়, বিশিষ্ট গ্রাফিক্স শিল্পী শ্যামল মজুমদার, কবি ও সম্পাদক পূরবীতা মজুমদার, অধ্যাপক শর্মিষ্ঠা সিনহা, মেধাবী ও কৃতি ছাত্র সমরজিৎ দত্ত ও শতায়ু সরকার প্রমুখ।উদার আকাশ তার বই ও পত্রিকার ডালি নিয়ে নিশ্চয় এই মেলায় বরাবরের মতো সাক্ষর রাখবে।